History of English literature
#Anglo_Saxon_period(৪৫৫/৫০-১০৬৬)
এ যুগের সময়কাল নিয়ে অনেক মতপার্থক্য রয়েছে, নির্ভরযোগ্য সূত্র অনুসারে ৪৫০খ্রিস্টাব্দে এর সূচনা এবং ১০৬৬ তে সমাপ্তি।
# উৎপত্তিঃ
—————————————————-
অ্যাংলো-স্যাক্সনরা হলেন উত্তর ইউরোপের অভিবাসী যারা পঞ্চম এবং ষষ্ঠ শতাব্দীতে ইংল্যান্ডে স্থায়ী হন।
ভাইকিংরা পৌত্তলিক ছিল এবং প্রায়শই স্বর্ন সন্ধানের জন্য মঠগুলিতে অভিযান চালাত। অ্যাংলো-স্যাক্সনস নেদারল্যান্ডস (হল্যান্ড), ডেনমার্ক এবং উত্তর জার্মানি থেকে এসেছিল। নরম্যানরা মূলত স্ক্যান্ডিনেভিয়ার ভাইকিং ছিল।
. #নামকরণঃ
——————————————————
এরা জার্মান বংশদ্ভূত ধরা হয়ে থাকে সম্ভবত তারা জার্মানের Anglen and Saxony অঞ্চলে বসবাস করতো, এরকারনেই ব্রিটেনে আসার পরে তারা anglo saxon জাতি হিসেবে রুপ নেয়।
#যুগের বৈশিষ্ট্যঃ
——————————————————
Anglo Saxon period কে বলা হয় Old English period.
এই যুগের অধিকাংশ কবি -সাহিত্যক ছিল Anonymous (নির্ভরযোগ্য তেমন কোন তথ্য পাওয়া যায়নি। তার পিছনে কারণ হলো, একটি গল্প মৌখিক ঐতিহ্যের বাইরে বংশপরম্পরায় বিকশিত হয় তখন সম্ভবত অনেক গল্পকার অবদান এবং সংশোধন করে, অবশেষে এটি লেখা হয়েছে এবং সাহিত্যে পরিণত হয়েছে।এ কারনেই অনেক কবিতার কবির নাম খুজে পাওয়া যায়নি। এ যুগের সাহিত্যের প্রধান কিছু বৈশিস্ট হলো ঃ
ধর্মীয় বিষয়বস্তুর সংমিশ্রণ দ্বারা anglo saxon Poetry প্রভাবিত হয়েছিল।
Metonymy স্টাইল,আয়রনি এবং হিরোয়িক পোয়েট্রি এ যুগের সাহিত্যের অন্যতম বৈশিষ্ট্য ছিল।
#মহাকাব্য এবং তার বিষয়বস্তু ঃ
——————————————————
anglo saxon রা যখন ব্রিটেনে আসে তখন সাথে করে বিউল্ফ নিয়ে এসেছিল।
Beowulf(বিউলফ) হলো ইংরেজি সাহিত্যের সর্ব প্রথম মহাকাব্য কিন্তু এটির রচয়িতাও অজ্ঞাতনামা।জানা যায়নি তার লেখকের নামও
Beowulf -এ প্রায় ৩২০০ লাইন রয়েছে।যেখানে বিউল্ফের সাহসিকতার পরিচয় পাওয়া গিয়েছে তার জাতিকে বাচাতে।মনস্টার গ্রান্ডেলকে তার হাতে হত্যা করে অতঃপর মনস্টারের মা কেও। এর মাধ্যমেই তার রাজা হয়ে ওঠার স্প্রিহা আসে।
#যুগের বিখ্যাত কবি সাহিত্যিকদের নামঃ
————————————————–
*Caedmon,
*Venerable Bede
*Cynewulf
* Alfred the great
★ Caedmon (ক্যাডমন):-
Caedmon কে বলা হয় ইংরেজি সাহিত্যের প্রথাম কবি।কেউ কেউ তাকে Anglo Saxon দের মিল্টন বলে আখ্যায়িত করেন। এছাড়াও তাকে বিধাতার আশির্বাদের কবিও বলা হতো। তার লেখা বিখ্যাত কাব্য :-অবশ্যই এ নাম কয়েকটি মনে রাখা
জরুরি
)Paraphrase (তার প্রধান সাহিত্য কর্মের নাম)
) Hymn of Caedmon
) genesis
) Judith
এছাড়াও Bade ছিল ইংরেজি সাহিত্যের প্রথাম বিখ্যাত স্কলার।তাকে বলা হতো
@ফাদার অব লার্নিং।
@ফাদার অব ইংলিশ হিস্ট্রি।
তার রচিত বিখ্যাত একটি গ্রন্থ :- The Ecclesiantical history of the English.
@ Cynewulf (কেনেউলফ)
তাকে বলা হয় হতো The Author of Christ
তাঁর রচিত বিখ্যাত কবিতাগুলো হল :-
) The Christ
) Juliana
) Elene
) The Fates of the Apostles
Alfred the great
তিনি ইংল্যান্ডের wassex এর রাজা ছিলেন এবং ট্রান্সেলেটর হিসেবে বেশ পরিচিত ছিলেন।
#প্রশ্নের ধরনঃ
——————————————————
১)এখানে থেকে Beowulf সম্পর্কে প্রায়ই প্রশ্ন আসে তাই বিউলফ বিষয়ে খুটিনাটি সব জানতে হবে।
২) বিউলফের মাঝে কিভাবে anglo saxon দের জিবনের প্রতিচ্ছবি ফুটে উঠেছে।
৩)আলফ্রেড কিং সম্পর্কে জানা ভালো।
৪)এবং বিভিন্ন কবি সাহিত্যকদের জীবন কাহিনি এবং তাদের উল্লেখ্য অবদান।
——————————————————
***সর্বশেষে বলতে চাই সাহিত্যের গবেষণার শেষ নেই, যত জানবো তত বেশি জানতে ইচ্ছা হবে
লেখার লেন্থ বড় হয়ে যাওয়ার কারণে অনেক তথ্যকে সংক্ষিপ্ত করা হয়েছ।আমার লেখার প্রধান উদ্দেশ্য সবার মাঝে বিস্তারিত পড়ার আগ্রহ জাগানো।
*কোন তথ্যে ভুল হলে অবশ্যই কমেন্টে জানাবেন।