HistoryHistory of English literature
ইতিমধ্যেই হিস্ট্রি থেকে ৩ টি পর্ব পোস্ট করা হয়েছে। যেগুলো ছিলঃ
পর্ব-১ Anglo saxon period.
পর্ব-২ Anglo Norman period.
পর্ব-৩ Age of Chaucer.
আজকের বিষয় Middle English period এর শেষ পার্ট Age of Revival.
@উৎপত্তিঃ
—————————————————–
Geoffrey Chaucer এর মৃত্যুর পরের সময়কে Age of revival হিসেবে নামকরণ করা হয়েছে।
এ যুগের সূচনা হয়েছিল ১৪০০ সালে এবং সমাপ্তি ঘটে ১৫৫০ এর দিকে। কোন কোন Critics রা এ যুগকে ইংলিশ সাহিত্যের অন্ধকারের যুগ হিসেবেও আখ্যায়িত করেছেন। কারণ চসারের মত অন্য কোনো কবি সাহিত্যিকেরা এ যুগের সাহিত্যে আশানুরূপ অবদান রাখতে পারেনি।
@কেন এ যুগের নাম Revival? ঃ
——————————————————
Revival অর্থ rebirth.Renaissance এর সূচনা হয়েছিল ইটালিতে যা পরবর্তীতে ইউরোপীয় দেশগুলোর মাঝে বিস্তার লাভ করে। Renaissance এর মূল একটি বৈশিষ্ট্য ছিল Desire for learning.
Roman civilization শেষ হয়েছিল প্রায় ৪০০ খ্রিস্টাব্দের দিকে। মজার বিষয় হলো এ যুগে এসে কবি, সাহিত্যিক এবং এমনকি সাধারণ মানুষরাও গ্রিক সাহিত্য এবং রোমান সাহিত্য,নিদর্শনের দিকে ঝুকে পড়ে। কিছু কিছু সাহিত্যিকরা সরাসরি গ্রিক এবং রোমানদের সাহিত্যেকে ফলো করতে থাকে।তারই ধারাবাহিকতায় এ যুগের নামকরণ করা হয় Revival অর্থাৎ নতুন করে পিছনে ফেলে আসা কোন কিছুকে নতুন ভাবে ভ্যেলু দেওয়া।
@ঐতিহাসিক ঘটনাঃ
—————————————————–
এ যুগের মাঝে কয়েকটি উল্লেখযোগ্য ঘটনা রয়েছে ঃ
The war of Roses(১৪৫৫-১৪৮৭)
—————————————————
পূর্বের এইজে আমরা কয়েকটি উল্লেখযোগ্য যুদ্ধের কথা শুনেছি তন্মধ্যে Battle of Hasting and 100 years war অন্যতম। যেগুলো ছিলো ফ্রান্স এবং ইংল্যান্ডের মাঝে কিন্তু এ যুদ্ধটি সংঘটিত হয়েছিল ইংল্যান্ডের মাঝেই তাদের দুইটি রাজনৈতিক দলের মধ্যে।পার্টি দুইটির নামঃ
house of Lancaster.
House of Yourk.
কারণ ছিলো কোন দল সিংহাসন দখল করবে তা নিয়ে দ্বন্দ্ব।
আরেকটি উল্লেখযোগ্য বিষয় হলো Printing press উদ্ভাবন হওয়া।
Protestant revolution
————————————————
আমরা জানি খ্রিষ্টানদের মাঝে অনেকগুলো বিভাজন রয়েছে ধর্মীয় ভাবে।তন্মধ্যে অন্যতম একটি ঘটনা protestant revolution.
@তৎকালিন সময়ের শাসকদের নিয়ে কিছু কথাঃ
—————————————————–
Heney VII যখন ইংল্যান্ড শাসন করা শুরু করে তখন ইংল্যান্ডের মানুষ শান্তিপূর্ণ ভাবে জিবনযাপন করা শুরু করে। তার মৃত্যুর পরে তার ছেলে Henry VIII সিংহাসন লাভ করে।আমার লাইভ ক্লাসে এই Henry VIII কে নিয়ে কিছু আলোচনা করেছিলাম আজও তার ব্যাতিক্রম নয়।Henry VIII, who was so famous for his six wives.Obviously he was so phenomenal king among all the emperors in England. He married six times because he expected a male child as his successor. Unfortunately he had no male child.
সে সর্বপ্রথম ইংল্যান্ডের ক্যাথলিক চার্চকে অপসারন করে এবং Anglican Church এর উদ্ভাবন করেন।
বলাবাহুল্য এ যুগের সময়কালেই ইংল্যান্ড বিভিন্ন দেশে Voyage শুরু করে। তারা আবিষ্কার করা শুরু করে যে তাদের ভু-খন্ডের বাহিরে কোন দেশ রয়েছে কিনা।
তারই ধারাবাহিকতায় Columbus ১৪৯২ খ্রিস্টাব্দে আমেরিকা আবিস্কার করেন এবং ভাস্কো-দা- গামা ভারতীয় উপমহাদেশে আবিষ্কার করেন ১৪৯৭ খ্রিস্টাব্দে। যদিও তারা ইংল্যান্ডের ছিলেন না তবুও Renaissance তাদের প্রভাবিত করেছিলো।
@মেজর সাহিত্যিকরা এবং তাদের অবদান ঃ
——————————-_———————
Thomas Malory who was famous for “Le Morto d’Arther”
Some female writers :
*Christine de Pizan who introduced writing as her profession.
*Margery Kempe.
Drama:Interludes
Prose:Thomas More’s Utopia
Some major poets :
John Skelton
Stephen Hawes
Scottish Chaucerians যারা চসারকে অনুসরণ করে লিখতেন।
এছাড়াও এ যুগের অন্যতম প্রাপ্তি হলো Printing press. শুরুতেই Chaucer and Malory এর লেখা প্রিন্টেড হয়।
@প্রশ্নের ধরনঃ
———————————-
*What is Renaissance? Discuss the main characteristics of Renaissance.
*impact of Renaissance on contemporary society of England and literature.
*Anglicanism and protestant revolution.
*some major literary works.
আজ এ পর্যন্তই, পরবর্তী পর্বে Golden English period নিয়ে আলোচনা হবে ইন-শা-আল্লাহ।