History of English literature
Episode -8
Commonwealth period/Puritan age (1649-1660)
Historical background :সপ্তম পর্বে আমরা জেনেছিলাম রাজা প্রথম চার্লস পার্লামেন্টকে ভেঙে দিয়েছিলেন তার বিরুদ্ধে ইংল্যান্ডের মানুষের বিদ্রোহের কারণে, অবশ্য আমরা এটাও জানি যে রাজার বিরুদ্ধে কেনো ইংল্যান্ডের মানুষরা বিদ্রোহ করেছিলো। তারই ধারাবাহিকতায় ইংল্যান্ডে গৃহযুদ্ধ শুরু হয় ১৬৪২ সালে এবং সেখানে সামনে থেকে রাজার বিরোধিতা করে Oliver Cromwell. ১৬৪৫ সালে অলিভার ক্রময়েল একটি বৃহৎ সৈন্যবাহিনী গঠন করে রাজার মোকাবেলা করার জন্য এবং রাজা পরাজিত হয় তার কাছে। অতঃপর রাজা স্কটল্যান্ডে আশ্রয় নেয় কিন্তু স্কটল্যান্ডের অধিবাসীরা তাকে আশ্রয় না দিয়ে উল্টো Oliver Cromwell এর কাছে ফিরিয়ে দেয় কিন্তু তখনও তিনি আত্মসমর্পণ করেনি। এরই ধারাবাহিকতায় চরম অবস্থা পার করতে থাকে ইংল্যান্ডের মানুষ। ১৬৪৯ সালে রাজাকে শিরশ্ছেদ করা হয় এবং ইংল্যান্ড Parliament এর শাসনের অধিনে যায়। (১৬৪৯-১৬৫৮)
পর্যন্ত Oliver cromwell ইংল্যান্ড শাসন করেন এবং তিনি মারা গেলে তার সন্তান Rechard cromwell ২ বছর শাসন করেন এর পরেই আবার monarchism restore হয় ইংল্যান্ডে।
>A brief discussion on puritanism :
অনেকেই puritanism, Anglicanism and Protestantism নিয়ে প্রশ্ন করে। আসলে এদের মাঝে কি মিল বা অমিল রয়েছে সেটা নিয়ে চেষ্টা করলাম সংক্ষিপ্ত আলোচনা করার—-
আসলে Christian religion এর প্রথম Church হলো Catholic church. প্রথমে সকল খ্রিস্টানই Catholic ছিলো কিন্তু ১৫১৭ সালে Martin Luther এর দেওয়া ৯৫ তি নথিপত্র যেগুলো ছিলো Catholic church এর বিরুদ্ধে আনীত অভিযোগ এবং তারা protest করেছিল Catholic church এর অন্যায় অত্যাচারের বিরুদ্ধে এবং তারই ধারাবাহিকতায় তাদের নাম দেওয়া হয় protestant.
Henry VIII যদিও Catholic ছিলেন কিন্তু তার নিজস্ব স্বার্থে Catholic church কে ভেঙে দেন এবং নতুন church গঠন করেন যার নাম দেন Angelican church. যে Church স্বতন্ত্র ভাবে পরিচালিত হতো এবং প্রধান ছিলেন রাজ্য শাসন। এ Church এর কিছু নিয়মনীতি protestant দের সাথে মিলে যায় তাই এটাকে protestantism এর একটি ব্রাঞ্চ বলা যেতে পারে। তাই
সকল Anglican দের protestant বলা যেতে পারে কিন্তু protestantism কেই Anglican বলা যায়না।
পিউরিটানদের আবির্ভাব হয়েছে রিফর্মেশন এর পরে থেকেই এদের মূল উদ্দেশ্য ছিল ধর্মকে পিউরিফাই করা এরাও প্রটেস্ট্যান্টদের একটা ব্রাঞ্চ। কিন্তু এরাও সম্পূর্নভাবে protestantism কে অনুসরণ করতে পারেনি। এদের সকলকে আরো একটি বিষয়ের জন্য একই সুতায় গাথা বলা যেতে পারে তা হলো এরা সকলেই Catholic দের বিরুদ্ধে ছিলো।
>Features of this age and the law of Oliver Cromwell :
অলিভার ক্রময়েল ছিলেন একজন পিউরিটান। সে তার পিউরিটান ভাবনা চিন্তার বহিঃপ্রকাশ তার শাসনামলে ফুটিয়ে তুলেছিলেন।
১ঃ Sunday হবে শুধু মাত্র ধর্মীয় আলোচনার দিন। এ দিনে কোনো ধরনের পার্টি অথবা খেলা দুলার আয়োজন থেকে বিরত থাকতে হবে।
২ঃ ক্রিসমাসের দিনে শুধু মাত্র খ্রিস্ট কে নিয়ে আলোচনা করা হবে এবং সকলে তাকে নিয়েই গবেষণা করবে এবং জানবে।কিন্তু কোনো প্রকারের স্পেশাল খাবারের আয়োজন করা যাবেনা।
৩ঃ মেয়েদের শালীনতা বজায় রাখতে হবে বাহিরে বের হলে, সেটা হোক পোষাকে আর ব্যবহারে।
>literary features of this age:
১ঃ ১৬৪২ সালে থিয়েটার ভেঙে দেওয়া হয় এর পরে ক্রময়েলের শাসনামলে প্রিন্টিং প্রেসকে রাষ্ট্রীয়করণ করা হয়েছিলো তারই ধারাবাহিকতায় যদি কোনো কবি সাহিত্যিকে তার লেখা প্রকাশ করতে চাইতেন তাহলে তার কতৃপক্ষের অনুমতি নিতে হতো। অর্থাৎ বলা যায় যে Parliament এর সমর্থক না হলে তার লেখা প্রকাশ হওয়ার রেকর্ড ছিলো নগন্য। তাই বলা যায় যে, যেহেতু মিল্টন ছিলেন puritan এবং Parliament এর সমর্থক তাই তার লেখা বেশি প্রকাশ হয়েছিল।
২ঃ এলিজাবেথান এইজের পরে ড্রামা প্রকাশ এবং রচনার কিছুটা ঘাটতি এসে যায়। তারই ধারাবাহিকতায় এ যুগেও ড্রামার উপরে ছিলো অবহেলা এবং prose writing এর জন্য বিখ্যাত ছিলো এ যুগ।
৩ঃমিল্টন সাংবাদিকতায় নিয়োজিত ছিলেন প্রায় ২০ বছর (১৬৪০-১৬৬০)
এ সময়ে মিল্টনকে দেওয়া হয় ল্যাটিন সেক্রেটারির পদ(১৬৪৯)।এবং সাংবাদিক হওয়ায় তিনি অনেক গুলো religious and political pamphlet প্রকাশ করেছিলেন।
৪ঃযেহেতু এ যুগটি ছিলো পিউরিটানদের যুগ তাই এখানে ধর্মীয় সাহিত্যের উপরেই বেশি গুরুত্ব দেয় লেখক এবং কবি সাহিত্যকেরা।
উল্লেখযোগ্য কয়েকজন কবি সাহিত্যিক এবং তাদের অবদান ঃ
1)John Milton :He was famous for his number of pamphlets. Especially for his Paradise Lost.
2)Thomas Hobes’s Leviathan (his political views)
3)Jermy Tylor’s The Rule and the exercise of Holy Living, The Rule and The exercise of Holy Dying and The Worthy communicant.
Important questions from this age:
1)Discuss Milton as the child of Renaissance and reformation.
2)What do you know about The English Civil war? and discuss about puritanism..