History of English literature
Episode-9
Neo-classical period (Restoration period/age of Dryden ) (1660-1700/1685 AD)
@Historical background :অষ্টম পর্বে আমরা জেনেছিলাম কমনওয়েল্থ পিরিয়ড নিয়ে।আজকের আলোচনার ব্যাকগ্রাউন্ডের জন্য বিগত পিরিয়ডের কাহিনী টাও গুরুত্বপূর্ণ অনেক।কারণ রাজা চার্লস প্রথমকে যখন শিরশ্ছেদ করা হলো তখন তার ছেলে ফ্রান্সে নির্বাসিত হলেন। একদল মানুষ ছিলেন যাদের নাম দেওয়া হয়েছিলো royalist (যারা রাজাকে সবসময় সমর্থন করতেন এবং রাজার ডিভাইন পাওয়ারে বিশ্বাসী ছিলেন) তারা যখন দেখলেন Richard cromwell এর শক্তি ক্ষীণ হয়ে আসছে তখন তারা Charles II কে ইংল্যান্ডের সিংহাসন দখল করতে সাহায্য করতে থাকে।
১৬৬০ সালে Richard Cromwell কে পরাজিত করে Charles II ইংল্যান্ডের রাজ সিংহাসন দখল করেন।
@নামকরণ ঃ
parliament এর অধিনে ১১ বছরের শেষে নতুন করে যখন আবার রাজতন্ত্র ফিরিয়ে আনা হলো ইংল্যান্ডে সে কারণেই এই যুগের নাম দেওয়া হয় restoration period.অর্থাৎ নতুন করে monorchism কে restore করা।এছাড়াও এ যুগকে Age of Dryden বলা হয়ে থাকে কারণ এ যুগের সবচেয়ে বিখ্যাত লিটারারি ফিগার ছিলেন তিনি।
@Prominent literary features of this age:
১) ১৬৪২ সালে থিয়েটার অফ করে দেওয়া হয়েছিলো কিন্তু ১৬৬০ সালে রাজা চার্লস দ্বিতীয় আবার শুরু করে দেন।
২)royalist group প্রতিষ্ঠিত হয়েছিল যারা রাজাকে সমর্থন করতেন,যারা বিভিন্ন বিষয়ে গবেষণা করতেন এবং বিজ্ঞানের চর্চা করতেন।
৩) রাজনৈতিক দলের প্রবর্তন
whig (who fought for the rights of common people)
Tory (supporters of the king)
৪)religious conflict :আমরা সকলেই জানি যে,পূর্বের পিরিয়ডটি ছিলো পিউরিটান দের দখলে এবং এই এইজে পিউরিটানদের মতামত সর্বস্তরে নিঃশেষ করা হয় এবং সবথেকে বেশি উল্লেখযোগ্য ঘটনা হলো রাজা চার্লস দ্বিতীয় ছিলেন Anglican(যাদেরএখনও Anglicanism, protestantism, puritanism and Catholicism সসম্পর্কে ধারণা কম তারা episode -8 পড়ে নিবেন) এবং তার ভাই James II ছিলেন একজন Catholic. যখন রাজা Charles II তার ভাইকে ক্ষমতায় বসানোর ইচ্ছা পোষন করেন তখনই ইংল্যান্ডের মানুষ বিশেষ করে যারা Protestant তারা বিদ্রোহ করে বসে কারণ তারা Catholic /Papist এর শাসন মানতে নারাজ। তারই ধারাবাহিকতায় ১৬৮৮ সালে bloodless revolution হয় এবং রাজা James II এর পরিবর্তে William III এবং Mary of Orange ক্ষমতা দখল করে। যারা উভয়ই Protestant ছিলেন।
৫)French influence in literature :রাজা Chales II তার জীবনের অনেক বড় একটি অধ্যায় পার করেছেন ফ্রান্সে সে জন্যই ফ্রান্সের সাহিত্যে তার মনে জায়গা করে নেয় এবং তারই ধারাবাহিকতায় ইংল্যান্ডের সাহিত্যকে ফ্রান্সের সাহিত্য প্রভাবিত করেছিলো। সে জন্যই এ যুগে Comedy of manners জনপ্রিয়তা লাভ করে যার উৎপত্তি মূলত ফ্রান্সে।
literary features of this age:
^Drama
1:এই এইজটি মূলত Neo classical age এর একটি অংশ। এই যুগের সাহিত্যেকরা ancient দের বিশেষ করে ancient latin সাহিত্যেকদের অনুসরণ করতেন।
2:French influence in Drama: অর্থাৎ এ সময়ের নাটকের মাঝে ফ্রান্সের নাটকের অনুকরণ প্রিয়তা লক্ষ করা যায়। এ কারণেরই এ যুগের নাটক গুলো অশ্লীলতার জন্য সমালোচিত হয়েছিল।
3.ট্রাজেডির মাঝে ফ্রেন্স এবং ক্লাসিকাল দের মিশ্রণে নতুন ধারার ট্রাজেডি রচিত হয় যার নাম দেওয়া হয়েছিলো Heroic play.
^Prose
এ যুগের prose সম্পর্কে Mathew Arnold বলেছিলেন যে,Restoration age is the birth of modern prose.
Poetry:
এ যুগের কবিতাগুলোর ধরন ছিলঃ
lyric potry
Satire and narrative style.বিশেষ করে satire স্টাইলটা বেশি গ্রহনযোগ্যতা লাভ করে যেমন John Dryden’s Absalom and Achitophel. (Political satire) and Mac Flecknoe is another personal satire.
@Now it’s time to discuss about the major writers of this age:
এ যুগের সাহিত্যেকে আলোচনা করতে গেলে অবশ্যই দুইজন কবির নাম চলে আসবে অবশ্য সম্মানার্থে আমি John Milton এর নাম আগেই বললাম।
( জন মিল্টনকে নিয়ে আমি আলাদা একটি পর্ব লিখবো তাই তার অবদান এখানে উল্লেখ করা হয়নি।)
যদিও এই যুগের স্থলাভিষিক্ত কবি হিসেবে জন ড্রাইডেন রয়েছে।
^^John Dryden was famous for his poetry, drama and prose as well. His most notable plays are: Tyrannic love
All for love
The indian emperor.
*His notable satire :i have already mentioned.
*His mentionable prose work is “The Essay of dramatic poesy.
(মূলত জন ড্রাইডেন একজন রাজার সুবিধাবাদী সমর্থক ছিলেন।কারণ তিনি প্রায় সবসময়ই রাজার সমর্থনে লিখতেন এবং তারই ফলস্বরূপ রাজা তাকে Poet of Laureate উপাধিতে ভূষিত করেন। তিনিই সর্বপ্রথম কবি যিনি এই উপাধিতে ভূষিত হয়েছেন)
@Comedy writers of this age:
William Congreve(famous for his comedy of manner ” The way of the world)
Thomas Shadwell.
Sir John Vanbrugh and so on.
এ ছাড়াও অনেক সাহিত্যেক রয়েছে যাদের নাম উল্লেখ করা হয়নি লেখার লেন্থ বড় হয়ে যাওয়ার কারণে।
@Important Questions from this age:
*What is comedy of manner? discuss the features of it.
*Why is Milton Called as the child of Renaissance and reformation.
*Puritanism and Catholicism (You should read it because of better understanding)
আজ এ পর্যন্তই পরবর্তী পর্বে আমরা রোমান্টিক পিরিয়ড পর্যন্ত জানবো।অনেকেই আমাকে ম্যাসেজ করেছেন পর্বটি দ্রুত দেওয়ার জন্য।ইদ ছুটিতে দেরি হয়ে গেলো, আশাকরি পরবর্তী পর্ব তারাতারি পেয়ে যাবেন সবাই।সকলের আগ্রহ দেখে ভালো লাগলো। ধন্যবাদ সবাইকে।
Keep loving literature
Sources :Online lectures and history of English literature book.