Pride and Prejudice – Summary in Bengali
Charles Bingley নামে একজন তরুণ ধনী ব্যাক্তি Netherfield Park এর জমিদারী কেনাতে Longbourn এর আশপাশের গ্রামে একটা গুঞ্জন শুরু হয়েছে, বিশেষ করে Bennet পরিবারে। বেনেট পরিবারে ৫ জন অবিবাহিতা বিয়ের যোগ্য মেয়ে রয়েছে। বড় থেকে ছোট পর্যন্ত নামগুলো হচ্ছে, Jane, Elizabeth (Heroine), Mary, Kitty এবং Lydia। Mrs. Bennet মেয়েদের বিয়ে নিয়ে খুবই চিন্তিত এবং তাড়াতাড়ি ভালো ধনী পাত্র দেখে বিয়ে দিতে সবসময়ই অতি আগ্রহী। Charles এর কথা শুনে তার মনে একটা চিন্তা খেলে যায় যে তার ৫ মেয়ে থেকে যে কোন এক মেয়েকে তার কাছে বিয়ে দিবেনই। তাই তিনি তার স্বামী Mr. Bennet কে প্রায় চাপাচাপি শুরু করেন আর কেউ তার কাছে মেয়ে/বোন/ভাতিজি বিয়ে দেওয়ার আগে সে যেন তাড়াতাড়ি গিয়ে Charles Bingley এর সাথে দেখা করে আসে।
ধনী ব্যাক্তির বিয়ে সম্পর্কে উপন্যাসে Jane Austen বলেছেন,
“It is a truth universally acknowledged, that a single man in possession of a good fortune, must be in want of a wife.”
যাই হোক Mr. Bennet এর কথামতো মিঃ বেনেট চার্লসের সাথে তার বাড়িতে দেখা করার পরে বেনেট পরিবার একটি পার্টি (ball) তে অংশগ্রহন করে। যেটাতে Charles ও অংশগ্রহণ করে। সে Jane এর সাথে পুরো সন্ধা খুব উপভোগ করে। একসাথে পার্টিতে অনেক নাচ করে তারা। Charles এর নিকটতম বন্ধু Mr. Darcy (Hero) ও এই পার্টিতে অংশগ্রহন করে। সে এই পার্টিতে কোন আনন্দ পায়না। Charles তাকে Elizabeth এর সাথে নাচতে আমন্ত্রন জানালে সে প্রত্যাখ্যান করে। এবং বলে,
“She is tolerable; but not handsome enough to tempt me; and I am in no humour at present to give consequence to young ladies who are slighted by other men.”
তার কথায় তার মধ্যে আভিজাত্যের অহংকার (Pride) প্রকাশ পায় এবং তা শুনার পরে Elizabeth এর মনে Darcy এর প্রতি বিদ্বেষ (Prejudice) সৃষ্টি হয়। অনুষ্ঠানে অংশগ্রহন করা অন্যান্যদের কাছেও Darcy একজন অহংকারী ও দাম্ভীক বলেই পরিচিতি লাভ করে। এর কিছুদিন পরে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহন করতে করতে Darcy ধীরে ধীরে Elizabeth এর সৌন্দর্য ও বুদ্ধিমত্তার প্রতি আকর্ষন বোধ করে। সে Elizabeth এর চোখের জাদু মাখা দৃষ্টিতে বিমোহিত হয়ে পড়ে। একদিন এক পার্টিতে Darcy তার সাথে নাচতে Elizabeth কে প্রস্তাব জানায়, কিন্তু আগের কথা স্বরণ করে Elizabeth তার প্রস্তাব প্রত্যাখ্যান করে। এভাবে Elizabeth এর প্রতি Darcy এর একটা ভাললাগা ধীরে ধীরে বাড়তে থাকে।
অন্যদিকে Jane আর Charles Bingley এর মধ্যেও বন্ধুত্ব ধীরে ধীরে বাড়তে থাকে। এর মধ্যে একসময় Jane Charles এর জমিদার বাড়িতে বেড়াতেও যায়। জমিদার বাড়ি থেকে বেড়িয়ে ফেরার পথে সে ভীষণ ভাবে অসুস্থ হয়ে পড়ে এবং উপায় না পেয়ে কয়েকদিন Netherfield এ Charles এর বাড়িতে অবস্থান করতে বাধ্য হয়। বোনের অসুস্থতার বার্তা পেয়ে Elizabeth তার বোনের দেখাশুনা করার জন্য Charles এর বাড়িতে ছুটে যায়। Charles এর বোন Miss Bingley তাকে (Elizabeth) অবজ্ঞার দৃষ্টিতে দেখে। বিশেষ করে সে জানে যে Darcy এখন Elizabeth কে পছন্দ করতে শুরু করেছে। আর সামনে থাকলে Elizabeth এর দিকেই Darcy এর দৃষ্টি থাকে বেশিরভাগ। কিন্তু Miss Bingley মনে মনে Darcy কে পছন্দ করে।
Jane সুস্থ্য হবার পরে যখন Jane ও Elizabeth তাদের বাড়িতে ফিরে যায় তারা দেখতে পায় Mr. Collins তাদের বাড়িতে বেড়াতে এসেছে। Mr. Collins একজন তরুন যাজক, তাদের দুঃসম্পর্কের আত্মীয় এবং Mr. Bennet এর সম্পদের উত্তরাধীকারি। অর্থাৎ সব সম্পত্তি একমাত্র পুরুষ উত্তরাধীকারি পাবে। মেয়েরা কিছুই পাবে না। যদিও সে বেনেট পরিবারের যে কোন একজন মেয়েকে বিয়ে করতে প্রত্যাশী কিন্তু Mr. Collins একজন অহংকারী তরুন ও দারুণ বোকা টাইপের ব্যাক্তি। সে Elizabeth কে বিয়ের জন্য প্রস্তাব করে। কিন্তু Elizabeth তার প্রস্তাব প্রত্যাখ্যান করে দেয়। একথা জানার পরে মিসেস বেনেট কষ্ট পান এবং Elizabeth কে বলে দেন যে, সে যদি Collins এর প্রস্তাব মেনে না নেয় তাহলে তিনি আর তার মুখ দেখবেন না। অন্যদিকে একথা জানতে পেরে মেয়েকে মিঃ বেনেট বলেন সে যদি Collins এর প্রস্তাব মেনে নেয় তাহলে তিনি কখনো তার মুখ দেখবেন না। এভাবে কলিনস এর এলিজাবেথ কে বিয়ে করার ইচ্ছা ব্যর্থ হয়।
অন্যদিকে বেনেট পরিবারের মেয়েরা পার্শবর্তী সেনা ছাউনিতে ঘুরতে যেয়ে সেনা অফিসারদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলে। তাদের মধ্যে Wickham, একজন সুদর্শন তরুন সেনা অফিসার। সে Elizabeth এর সাথে অনেক বন্ধুসুলভ আচরণ করে। সে Elizabeth কে বলে কিভাবে Darcy তার পুর্ব নির্ধারিত চাকুরী তার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। Darcy এর বাবা তাকে কথা দিয়েছিলেন তাকে চার্চে চাকুরী দিবেন, যে পদে Wickham এর বাবা বহাল ছিলেন। কিন্তু তার বাবা মরার পরে Darcy সেই নির্ধারিত চাকুরীটি তাকে দেয়নি। একথা শুনার পরে Elizabeth এর মনে Darcy এর প্রতি বিদ্বেষ (Prejudice) আরো বেড়ে যায়।
শীতের শুরুতে Bingley পরিবার ও Darcy লন্ডনের উদ্দেশ্যে Netherfield ত্যাগ করে। যা Jane কে অনেক দুশ্চিন্তায় ফেলে দেয়। কারণ তাকে Charles Bingley কিছুই বলে যায় নি। এদিকে Mr. Collins এর সাথে Elizabeth এর বেস্ট ফ্রেন্ড Charlotte Lucas এর এনগেজম্যান্ট হয়ে যায়। সে একজন গরীব সৈন্যের মেয়ে। তার মনে ভালবাসার অনুভুতির কোন ছিটেফোটাও নেই। সে Elizabeth কে বলে সে ধীরে ধীরে বুড়ি হয়ে যাচ্ছে আর এদিকে অর্থনৈতিক একটা সাপোর্টও এই মুহুর্তে তার দরকার তাই সে Mr. Collins কে বিয়ে করেছে। এছাড়া Collins এর প্রতি অন্য কোন ধরণের আকর্ষন বা অনুভুতি তার মনে নেই। একসময় তাদের বিয়ে হয়ে যায়। Elizabeth তাদের কথা দেয় যে তাদের নতুন বাড়িতে সে তাদের অবশ্যই দেখতে যাবে।
শীতের মধ্যদিকে Jane তার বান্ধবীদের সাথে দেখা করতে শহরে বেড়াতে যায়। তার অতিরিক্ত উদ্দেশ্য ছিল যদি Charles Bingley এর সাথে দেখা হয়ে যায় এই সুযোগে। যাই হোক Charles Bingley এর বোন Miss Bingley ওইখানে Jane এর সাথে দেখা করে এবং খুবই বাজে আচরণ করে। Charles Bingley এর সাথে তার আর দেখা হয় না। এভাবে তার সাথে Elizabeth এর বিয়ে হবার সম্ভাবনা প্রায় থেমে যায়। Jane অনেক মানসিক কষ্টে দিনগুলো কাটাতে থাকে।
বসন্তের দিকে Elizabeth তার কথামতো Charlotte Lucas আর Mr. Collins এর বাসায় বেড়াতে যায়। তারা বর্তমানে Mr. Collins এর অভিভাবক Lady Catherine de Bourgh এর বাড়ির পাশে থাকে। তিনি আবার সম্পর্কে Darcy এর আন্টি হন। Darcy ও ওই বাড়িতে তার আন্টির কাছ থেকে নিমন্ত্রন পায় ও বেড়াতে আসে। Elizabeth পাশের বাড়িতে বেড়াতে এসেছে শুনে সেও Mr. Collins এর বাড়িতে বেড়াতে যায়। এখানে সে আশ্চর্যজনকভাবে Elizabeth কে বিয়ের জন্য প্রস্তাব করে যা Elizabeth সাথে সাথে প্রত্যাখ্যান করে। সে Darcy কে বলে যে, সে একজন অহংকারী, দাম্ভীক, হিংসুটে একজন পুরুষ। তার পরামর্শ মতো Charles তার বোন Jane কে ছেড়ে গিয়েছে। সে Wickham কে তার চাকুরী থেকে বঞ্চিত করেছে। সুতরাং তাকে বিয়ে করা Elizabeth এর পক্ষে সম্ভব না। একথা শুনার পরে Darcy চলে যায়, কিন্তু পরবর্তীতে Elizabeth এর কাছে চিঠি লেখে। চিঠিতে সে স্বীকার করে Charles এর Jane কে দুরে সরানোর পেছনে সেই দায়ী। কিন্তু এর কারণ সে মনে করেছিল Jane তার বন্ধুর প্রতি সিরিয়াস না ও মন থেকে তার বন্ধুকে ভালবাসে না। Wickham এর বিষয়ে সে লেখে যে, সেই সেনা অফিসার একজন বড় মাপের মিথ্যাবাদি। সে Darcy এর কাছ থেকে চাকুরী চায় না বলে অনেক টাকা নিয়ে নষ্ট করেছে। যখন টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে তখন সে Darcy এর ছোট বোন Georgiana Darcy কে নিয়ে পালানোর অপচেষ্টা করেছে। এজন্য তাকে চাকুরী থেকে বঞ্চিত করা হয়েছিল।
চিঠিটি পড়ার পড়ে Elizabeth এর মনে প্রতি Darcy এর প্রতি নতুন করে ভাবনা জন্ম নেয়। সে বেড়ানো থেকে তার বাড়িতে ফিরে যায়। এদিকে সেনা অফিসাররা ছাউনি গুটিয়ে শহর ত্যাগ করে। যা বেনেট পরিবারের মেয়েদের জন্য দুঃখজনক হয়ে দাড়ায়। কারণ তারা অফিসারদের সাথে আড্ডা দিয়ে সময় কাটিয়ে অভ্যস্থ হয়ে উঠেছিল। Lydia (The youngest Bennet Girl) তার বাবার থেকে অনুমতি নেয় যে সে কয়েকদিন Brighton এ তাদের আত্মীয় এক বৃদ্ধ কর্নেলের বাড়িতে থেকে বেড়িয়ে আসবে যার পাশেই Whickham এর নতুন ছাউনি স্থাপিত। সে বেড়াতে চলে যায়। এদিকে Elizabeth আবারো অন্য জায়গায় বেড়াতে যায় Gardiners পরিবারের সাথে। এই পরিবার বেনেট পরিবারের অনেক নিকটাত্মীয়। সে তাদের সাথে Pemberley তে অবস্থিত Darcy এর বাড়িতে বেড়াতে যায়। এখানে অনেকেই বেড়াতে আসে অবসর সময়ে। Elizabeth জানতো যে Darcy এখন এখানে নেই। এখানে এসে Darcy এর প্রাসাদ দেখে সে বিমোহিত হয়। অন্যদিকে Darcy এর বাড়ির চাকর-বাকর Darcy একজন অনেক ভাল, দয়ালু, নীতিবান মালিক বলে তার অনেক প্রশংসা করে। এমতাবস্থায় হঠাৎ Darcy বাড়িতে চলে আসে আর তাদের সাথে দেখা হয়ে যায়। সে তাদের সাথে খুবই সৌহার্দপূর্ণ আচরণ করে। সে Gardiners দেরকে অনেক খাতির যত্ন করে এবং Elizabeth কে তার বোনের সাথে দেখা করে যেতে বলে।
বেড়ানোতে থাকা অবস্থায় বাড়ি থেকে Elizabeth এর কাছে একটি চিঠি আসে যে তার সর্বছোট বোন Lydia সেনা অফিসার Wickham এর সাথে পালিয়েছে এবং তাদের কোথায় খুজে পাওয়া যাচ্ছে না। যাতে মনে করা হচ্ছে তারা বিয়ে ছাড়া কোথায় একত্রে বসবাস করছে। এমন অবস্থার পরিপ্রেক্ষিতে Elizabeth তার বাড়িতে ফিরে আসে। Mr. Bennet এবং Mr. Gardiner তাকে (Lydia) অনেক খুজাখুজি করতে থাকেন কিন্তু তাকে কোথায় না পেয়ে খালি হাতে ফিরে আসেন। যখন তাকে পাওয়ার সব চেষ্টা ব্যার্থ হয় তখন Mr. Gardiner এর কাছ থেকে Mr. Bennet একটি চিঠি পান যে তাদের পাওয়া গিয়েছে এবং বাৎসরিক একটি নির্দিষ্ট পরিমান টাকার ভিত্তিতে Wickham তার মেয়ে Lydia কে বিয়ে করতে রাজি। Bennet পরিবার ভেবে নিল Mr. Gardiner তাকে (Wickham) সেই টাকা পরিশোধ করেছেন। কিন্তু Elizabeth জানতে পারলো তাদের খুজে পাওয়া এবং সেই টাকা পরিশোধ করা সব কিছুই Darcy করেছে।
অবশেষে বিবাহিত Wickham এবং Lydia বাড়ি ফিরে আসে, আর Mr. Bennet তাদের ঠান্ডা গলায় অনেক তিরষ্কার করেন। চাকুরীর সুবাদে Wickham ও Lydia বাড়ি থেকে অন্যত্র বসবাস করতে চলে যায়। এর কিছুদিন পরেই Charles Bingley লন্ডন থেকে তার বাড়িতে ফিরে আসে। Jane এর প্রতি তার প্রেম আবারো জাগ্রত হয়। Darcy আর Charles একসাথে বাস করতে থাকে। মাঝেমধ্যে তারা বেনেট পরিবারে বেড়াতে আসে। কিন্তু Darcy আর নতুন করে Elizabeth কে বিয়ের কথা প্রকাশ করে না। এদিকে Charles তার মনের কথা Jane এর কাছে প্রকাশ করে। এবং তাকে বিয়ের প্রস্তাব করে। তাতে একমাত্র Charles Bignley এর বোন (যে Darcy কে ভালবাসে) ছাড়া সবাই খুবই খুশি হয়। যখন সবাই এই উপলক্ষে আমোদ ফুর্তিতে মত্ত তখন Lady Catherine de Bourgh (Darcy এর আন্টি) তাদের বাড়িতে (বেনেট পরিবারে) বেড়াতে আসেন। তিনি Elizabeth কে বলেন তিনি Darcy এর কাছ থেকে শুনেছেন সে Elizabeth কে বিয়ে করার পরিকল্পনা করছে। বেনেট পরিবারের কেউ তার (Darcy) যোগ্য না মনে মনে এইটা ভেবে তিনি তার কাছে বলেন সে যেন ডার্সি কে ফিরিয়ে দেয়। সে খুব চমৎকার ভাবে উনার কথাকে প্রত্যাখ্যান করে এবং বলে যে, সে এখনো Darcy এর সাথে কোন সম্পর্কে যায়নি। কিন্তু সে নিজে সুখী হবে এমন কিছুর বিপক্ষে কোন কথা সে দিতে পারবে না। এর কিছুক্ষন পরে Darcy তাকে বলে যে সে তাকে এখনো ঠিক আগের মতোই ভালবাসে। এবং সে এখনো তাকে বিয়ে করতে দৃঢ় ভাবে আগ্রহী। এইবার Elizabeth তাকে (Darcy) খুব ভালভাবে গ্রহণ করে নেয়। তাদের উভয়ের একজনের প্রতি আরেকজনের Pride and Prejudice এর হ্রাস হয়। দুজন দুজনের প্রতি Mutual Understanding, Mutual Love and Mutual Respect এর টানে শেষ পর্যন্ত বিয়ে করে। আর Jane এর সাথে বিয়ে হয় Charles Bingley এর। তাদের মায়ের উপর থেকে মেয়েদের বিয়ে দেওয়া নিয়ে চিন্তা কিছুটা কমে আসে।