INTRODUCTION TO POETRY – BASIC CLASS
What is Poetry?
Poetry is “the spontaneous overflow of powerful feelings: it takes its origins from emotion recollected in
tranquility. (William Wordsworth)
যদি কদিতাকক ভাগ করা হয় তাহকে প্রথকে একক িুই ভাকগ ভাগ করকত পাদর।
• Subjective
• Objective
Subjective এর মধ্যে একটি ভাগ রধ্েধ্ে তা হধ্ া
1. Lyric
এিং Lyric কক কয়টি ভাকগ আিার ভাগ করা যায়। এগুকো হকো
• *Sonnet
• *Elegy
• *Ode
• *Dramatic Monologue
• *Hymn
• *Epithalamion ইতযাদি।
Objective কক সাযারণত দইু ভাধ্গ ভাগ করা হে।
• Narrative
• Dramatic.
আবার Narrative কক ততন ভাধ্গ ভাগ করা হে।
• *Ballad
• *Epic
• *Metrical Romance ইতযাদি।
POETRY
Objective
Narrative
Ballad Epic Metrical
Romance
Dramatic
subjective
Lyric
Elegy Sonnet Ode Dramatic
Monologue
Hymn Epithalamion
THE DOEBG GROUP
PURE TASTE OF ENGLISH LITERATUIRE
INTRODUCTION TO POETRY – BASIC CLASS
DOEBG’S CREATIONS SHARE WITH YOUR FRIEND DOEBG-01786948463
DOEBG
2
1. Lyrics (গীততযমী কতবতা): – একটি ক্ষু দ্র কদিতা কযটি একক িক্তার িযক্তক্তগত দিন্তাধারনা ও িরে অনুভূ দত প্রকাশ
ককর। (A short poem expressing personal thoughts and intense feelings of a single speaker.)
এর তকেুগুরুত্বপূণ ণববতিষ্ট গুধ্ া হধ্ াোঃ (Its main features are:)
• এিা ককাকনা গল্প িন ননা ককর না। (It does not tell a story)
• একজন একক িক্তা এখাকন কথা িকে। (A single speaker speaks in it.)
• এিা িযক্তক্তগত দিন্তা ও কিতনা প্রকাশ ককর (It expresses personal thoughts and feelings)
• এিা ির্ ননােূেক কদিতা কথকক ক াি হকয় থাকক। (It is shorter than narrative poems).
2. Sonnet (চতুদণিপদী কতবতা): পাাঁি দেিার যুক্ত িরর্ দিদশষ্ট এক ধরকনর গীদত কদিতা।(A lyric poem of fourteen
iambic pentameter lines)
Sonnet কক সাযারনত ততনভাধ্গ ভাগ করা হে।
• Petrarchan sonnet (Also known as Italian). এর প্রথে আি োইন কক িো হয় Octave এিং কশকের য় োইন
কক িো হয় Sestet. (Its first eight lines are called Octave and last six lines are called sestet). Octave এর
Rhyme Scheme হকো ABAB ABBA এিং sestet এর Rhyme scheme হকো CD CD CD অথিা cde cde.
• Shakespearean Sonnet (Also known as English sonnet): কশক্সকপয়াদরয়ান সকনি কক দতনটি িতুষ্পিী
কেনযায় ভাগ করা হয় একটি Couplet অনুসরন ককর। (A Shakespearean sonnet is divided into three
quatrains followed by a couplet.) এিার rhyme scheme হকো abab cdcd efef gg.
• The Spenserian sonnet: এডোন্ড কেন্সাকরর নাোনুসাকর কেন্সাদরয়ান সকনি নােকরর্ করা হয় দযদন দভন্ন
Rhyme scheme দিকয় তার সকনি কক আধুদনকায়ন ককরক ন। (The Spenserian sonnet os named after
Edmund Spenser who developed a different rhyme scheme of his sonnet). এিার Rhyme scheme হকোোঃ
abab bcbc cdcd ee.
3) Elegy (তবষাদ সঙ্গীত): দিোি সঙ্গীত এক ধরকনর কশাক সূিক িা কশাক ধেী গীদত কদিতা।(An elegy is a lyric
poem of mourning).
The main characteristics of elegy are:
• কদির দনকিাত্মীকয়র েৃতু যর দিোপ দনকয় এই কদিতা শুরু হয়। (Its poem open with lamentation for the death
of the speaker’s dear.)
• (কদিতার েধয পয নাকয় কদি েৃতু যর প্রশংসা ও আিশ নরূকপ উপস্থাপন করকি। (In its middle part the poet
idealizes and admires the dead.)
• কদিতার কশে পয নাকয় কদি সান্ত্বনা ও প্রশদেত আদিষ্কার করকিন। (In the closing part of the poem the poet
find consolation and soothe.)
• এিার ধ্বদন গভীর। (Its tone is grave)
4) Ode (গাথা/গীততকাবে): – একধরকনর উন্নত গীদত ধেী কদিতা কযিা কাউকক সকবাধন ককর শুরু হয় এিং ধীকর
ধীকর েকনাকিিনার দিকক প্রকিশ ককর কদিতার েধয পয নাকয় এিং সান্ত্বনা দ্বারা কদিতা কশে করা হয়।(An exalted lyric
poem that begins with an address to someone, instill anguish in the middle part and ends with conclusion.)
It main features are:
• এিা এক ধরকনর গীদত ধেী কদিতা(It is a kind of lyric poem.)
• এিা কাউকক িা ককাকনা দক ুকক সকবাধন ককর শুরু হয়। (It opens with to an address to something or someone)
• এর েধয ভাকগ তীব্র যন্ত্রনার দিকাশ পায়। (In’s middle part develops a sense of grief)
• এিা সংদক্ষপ্ত আকাকরর সান্ত্বনা দিকয় কশে করা হয়। (It ends with some short of consolation)
• এিার ধ্বদন গভীর। (Its tone is grave)
THE DOEBG GROUP
PURE TASTE OF ENGLISH LITERATUIRE
INTRODUCTION TO POETRY – BASIC CLASS
DOEBG’S CREATIONS SHARE WITH YOUR FRIEND DOEBG-01786948463
DOEBG
3
5) Dramatic Monologue: (নািকীে উক্তি): – এিা এক ধরকনর গীদত ধেী কদিতা কযখাকন একজন একক িক্তা দনরি
করাতার কাক তার দিন্তা ও অনুভূ দত প্রকাশ করকি। (A kind of lyric poem in which a single speaker expresses his
thoughts and feelings to a silent listener.)
Its common features are:
• একজন একক িক্তা কদিতার েকধয দনদিনষ্ট দিেয় দনকয় িেকি। (A single speaker speaks throughout the poem
on some specific issue)
• কদিতার েকধয িক্তা শুধুিেকি এিং করাতা দনরি থাককি। (In the poem the speaker speaks and listener
remains silent)
• করাতার উপদস্থদত প্রকাদশত হকি িক্তার েন্তকিযর েকধয। (The listener’s presence is revealed through the
speaker’s comment.)
• এিা গীদত ধেী কদিতায় গটিত হয়। (It is a form of lyric poem)
6) Hymn(বন্দনা/স্তবগান): – এক ধরকনর গীদত ধেী কদিতা িা গান যা দ্বারা ঈশ্বর িা কিিতা িা িীকরর প্রশংসা করা
হয়। (A kind of lyric poem or song in praise of God or deity or a hero.)
Its common features are:
• ঐকযতান ভাকি ধেীয় কিতনা প্রকাকশর এিা গাওয়া হয়। (It is sung by chorus to express religious emotion.
• এিা এক ধরকনর গীদত ধেী কদিতা িা গান। (It is a kind of lyric poem or song.)
7) Epithalamion (উৎসধ্বর কতবতা): – এক ধরকনর গীদতধ নেী কদিতা কযিা দিিাকহর গুর্ কীতনন করকত দেখা হয়।
(A kind of lyric poem written to celebrate a wedding. (কেসার সব ণপ্রথম এটি ত ধ্েতেধ্ ন তার তনজ তবধ্ে উপ ধ্ে)
(2) Objective: Objective এর মধ্যে দটুি ভাগ রধ্েধ্ে।
• Narrative
• Dramatic.
Narrative কক আবার কধ্েকটি ভাধ্গ ভাগ করা যাে।
• Ballad,
• Epic,
• Metrical Romance
1. Ballad (চরণ গীতত): – এক ধরকনর ির্ ননা েূেক কদিতা কযটি সংোপ ও কায নকোকপর েধয দিকয় গল্প ির্ ননা ককর।
(A narrative poem that tells a story through dialogue and action.
Its general features are:
• এিা ির্ ননা েূেক আকাকর গিন হয় এিং এিা গল্প ির্ ননা ককর। (It is narrative in form, and so, it tells a
story.)
• এিার ির্ ননা কারী একজন দনরকপক্ষ থাডনপারকসান। (Its Narrator is generally impersonal third person.)
• এিা সংোপ ও কায নকোপ আকাকর গল্প ির্ ননা ককর। (It tells story in dialogue and action.)
• এর েকধয ধুয়া (োইকনর পুনরািৃদি) সাধারন িযাপার। (Refrain is common in it.)
• এিা সাধারনত Ballad stanzas আকাকর ির্ ননা করা হয়। (It is usually narrated in ballad stanzas.)
THE DOEBG GROUP
PURE TASTE OF ENGLISH LITERATUIRE
INTRODUCTION TO POETRY – BASIC CLASS
DOEBG’S CREATIONS SHARE WITH YOUR FRIEND DOEBG-01786948463
DOEBG
4
2) Epic (মহাকাবে): – একধরকনর েবা ির্ ননা েূেক কদিতা কযটি েহান ইদতহাস ও জাতীয় িীকরর আকাঙ্খা ির্ ননা
ককর। (A kind of long narrative poem that tells grand history and aspirations of national hero.)
The major elements of an epic are:
• It is used lofty language and high style
• A central hero of superman quality
• A subject of national interest
• A long perilous journey
• mighty battles
• And underworld journey
• Long speeches of the heroic leader
3) Metrical Romance (েন্দবদ্ধ করামান্স)
কেটিকাে করােযান্স হে একটি কাদিযক রূপ যা প্রায়শই িীরত্ব, সাহদসকতা, কপ্রে এিং িীরত্বপূর্ নকাকজর গল্প িকে।
(Metrical romance is a poetic form that often tells tales of chivalry, adventure, love, and heroic deeds.)
The major elements of a metrical romance are:
• Verse form: Metrical romances are written in verse, which means that they have a regular rhythm and
rhyme scheme (পকিযর রূপ: কদািদ্ধ করােযান্সগুদে পকিয কেখা হয়, যার অথ নতাকির একটি দনয়দেত দ
এিং ডার দিে রকয়ক )
• Adventure: Metrical romances are full of adventure. (অযাডকভঞ্চার: কদািদ্ধ করাোন্স িুোঃসাহদসকতায়
পূর্ ন।)
• Love: Love is another major theme in metrical romances. (কপ্রে: কপ্রে হে কেটিকাে করােযাকন্সর আকরকটি
প্রধান দিেয়।)
• Chivalry: Chivalry is the code of conduct that knights were expected to follow. It emphasized courage,
honor, and loyalty. (িীরত্ব: িীরত্ব হে আিরর্দিদধ যা নাইিকির অনুসরর্ করা প্রতযাদশত দ ে। এটি সাহস,
সম্মান এিং আনুগকতযর উপর কজার দিকয়দ ে।)
• Supernatural elements: Metrical romances often feature supernatural elements, such as magic, giants, and
dragons. (অদতপ্রাকৃ ত উপািান: কদািদ্ধ করােযাকন্স প্রায়ই জািু, দিতয এিং ড্রাগকনর েকতা অদতপ্রাকৃ ত
উপািান থাকক।)
• Exotic settings: Metrical romances are often set in exotic locations, such as far-off lands or enchanted
forests. (িদহরাগত কসটিংস: দেয় করাোন্সগুদে প্রায়শই িদহরাগত অিস্থাকন কসি করা হয়, কযেন িূরিতী
জদে িা েন্ত্রেুগ্ধ িন।)
• Christian themes: Many metrical romances have Christian themes. They often portray knights as defenders
of the Christian faith. (দিোন দথে: অকনক কেটিকাে করােযাকন্সর দিোন দথে থাকক। তারা প্রায়ই নাইিকির
দিোন দিশ্বাকসর রক্ষক দহসাকি দিক্তিত ককর।)
• Examples of metrical romances:
❖ Sir Gawain and the Green Knight
❖ Beowulf
❖ Tristan and Iseult
❖ The Song of Roland
❖ The Canterbury Tales
❖ The Idylls of the King
THE DOEBG GROUP
PURE TASTE OF ENGLISH LITERATUIRE
INTRODUCTION TO POETRY – BASIC CLASS
DOEBG’S CREATIONS SHARE WITH YOUR FRIEND DOEBG-01786948463
DOEBG
5
Metaphysical poetry:
Metaphysical poetry refers to the poems that deal with the subjects which exist beyond the
physical world that is the abstract or philosophical subjects.
Or,
Metaphysical poetry means poetry that goes beyond the physical world of the senses and
explores the spiritual world.
Metaphysical poetey এর ববতিষ্টে:
1. Abrupt beginning: suddenly িা হিাৎ ককর শুরু ককর কিন কদি প্রথে োইন কদিতার। এখাকন
monologue িযিহার করা হকয় থাকক।
Example:
” I wonder, by my troth, what thou and I
Did, till we loved? were we not weand till then?”
2.Dramatic quality:
কদি নািকীয় ভাকি শুরু করকিন কদিতাটি। Speaker কাকরা সাকথ কথা িেক ন তা েকন হকি।
এেন পদরকিশ সৃটষ্ট করকি যা পাথককির েকন আকে নর্ এিং নািকীয় অনুভূ দত সৃটষ্ট করকি।
3. Concentration and terseness of expression:
পাথককির েকনাকযাগ একজায়গায় দনকয় আসা। অল্প কথায় েকনাভাি প্রকাশ ককর থাককন। এটির
োইন এিং কথা short হকয় থাকক। যার োধযকে পাথক কদিতার প্রদত আকে নর্ সৃটষ্ট হকয় থাকক।
এখাকন epigram িযিহার হকয় থাকক। ককান দক ু ই দিস্তাদরত ির্ ননা করা হকি না। এখাকন অদতদরক্ত
কথা িো হকি না। প্রদতটি কথাই গুরুত্বপূর্ ন।
4. Abundant use of conceits and farfetched Imagery:
Conceit এর িযাপক িযিহার করা হকি এখাকন।
5. Ingenuous use of wits:
উপদস্থত িুক্তদ্ধসম্পন্ন দিেয় হকো wits. দতদন কদিতার practical িা িযিহাদরক দিক তু কে ধকরক ন।
6. Blending of person and though:
দতদন তার িাস্তদিক দিন্তার আকিগকক একসাকথ ককর থাককন। Intellectual analyses থাককি।
িাস্তদিক িযাপার দনকয় এখাকন আকোিনা করা হকয় থাকক।
7. Fusion of passionate and logical arguments:
দতদন তার আকিগগুকোকক logic িা যুক্তক্ত প্রকাশ ককর থাককন।
8. Mixture of sensual and spiritual experience:
কদি এখাকন জাগদতক এিং আধযাক্তত্মক দিেয় এর েকধয mixed ককর থাককন। দতদন আত্মার েকধয
সম্পকনদতদর ককর থাককন।
THE DOEBG GROUP
PURE TASTE OF ENGLISH LITERATUIRE
INTRODUCTION TO POETRY – BASIC CLASS
DOEBG’S CREATIONS SHARE WITH YOUR FRIEND DOEBG-01786948463
DOEBG
6
9. Use of satire and irony:
কসই সেয় এর সাোক্তজক দিেয় তু কে ধকর থাককন। দতদন গভীরভাকি না িকে দক ু িা দিদ্রুপ ককর
কসই সাোক্তজক অিস্থা তু কে ধকর থাককন।
10. Carelessness in using diction:
কেখক এখাকন প্রদতদিন োনুে কয ভাো িযিহার ককর থাককন তা কদিতায় তু কে ধকরন। কদিতা হকি
সাধারর্ োনুে এর জনয। দিজ্ঞানীকির েত practical ভাো িযিহার করা হকয় থাকক। যা Elizabeth
poetry এর সম্পুর্ নদিপদরত। দহীন এিং অোক্তজনত শব্দ িযিহার করা হকয়ক Metaphysical
poetey কত।
11. Skillful use of colloquial language:
Informal language এর িযিহার করা হকয় থাকক।
12. Affection and hyperbole expression:
দতদন এেন দিেয় এ কথা িেকিন যা িাস্তদিক সম্ভি নয়। কেখক এখাকন দনকজর িুি নেতা িা কগাপন
কথা প্রকাশ ককর থাককন। এখাকন কৃ ক্তিেতা প্রকাশ করা হকয় থাকক।
13. Obscurity advantage:
যা আোকির কাক অপদরদিত এেন idea প্রকাশ করা হকয় থাকক। কদিতায় দক ুনতু ন ভািনা
তু কে ধকরন। কদি private symbol িযিহার ককর থাককন।
14. Combination of fantastic from and style:
কেখক এর কথািাতনা অি্ভুত েকন হকি।
Metaphysical style are two elements:
1.The fantastic from and style
2. The incongruous in matter and manner