2nd Anniversary of THE DOEBG GROUP
প্রিয় ভালোবাসার ভাই/বোনেরা,
বিগত ২ বছর ধরে আপনাদের ভালোবাসায় সিক্ত আমরা।
এইতো সেদিন ১০ই এপ্রিল ২০২২ইং হঠাৎ করে The DOEBG Group আপনাদের সামনে নিয়ে আসা হলো আজ গুটি গুটি করে আপনাদের ভালোবাসায় ৬৬ হাজার পরিবার আমরা।
Group Link: Department of English & Basic Grammar
আশা করি DOEBG গ্রুপ একদিন সর্বোচ্চ শিখরে উঠবে এবং আপনাদের সবার পাশে থেকে সেবা করে যাবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চিরাচরিতভাবে হওয়া রেজাল্ট পরিবর্তনের অন্তরায়।
একদিন সম্পূর্ণ সমস্যা সমাধান হয়ে অন্যান্য বিভাগের মতো ভালো রেজাল্ট নিয়ে ছড়িয়ে পড়বে সবার মাঝে।
১ বছর পূর্তি উপলক্ষে আমরা ১০ই এপ্রিল ২০২৩ এ বাংলাদেশ ৪৬টি জায়গায় ইফতার মাহফিলের আয়োজন করি। এবছর আপনাদের জন্য নতুন কিছু নিয়ে আসার প্লান মাফিক চলে এসেছে আমাদের www.doebgenglish.com ওয়েবসাইট যা আপনাদের একাডেমিক পড়াশোনার পাশাপাশি স্কিলের উন্নতি এবং চাকুরির প্রিপারেশন নিতে সহায়তা করে যেতে প্রতিজ্ঞাবদ্ধ। সব সময়ের মতো পাশে থেকে উৎসাহ দিয়ে যাওয়ার আর্জি নিবেদন।
আমাদের সমালোচনাকারী/হেটার্সদের অসংখ্য ধন্যবাদ, আপনারা আমাদের নিয়ে সমালোচনা করেন বলেই, আমরা সব সময় নতুন কিছু করার সাহস পাই ও প্রতিজ্ঞাবদ্ধ থাকি।