History of English literature পর্ব-৬
Jacobean period. (It was a sub part of Renaissance period) (1603-1625)
——————————————————
Political background ? :
Queen Elizabeth মারা গেলে তার স্থলাভিষিক্ত হিসেবে জেমস ফার্স্ট ইংল্যান্ডের সিংহাসন লাভ করেন। সকলেই জানি এলিজাবেথ ছিলেন ভার্জিন কুইন, তাহলে তার জীবন অবসানের পরে কে হবে তার উত্তরাধিকারী?
ইতিহাসবিদ রবার্ট স্টেডাল মতে স্কটল্যান্ডের রাণী মার্গারেটের হেনরির বোন, এলিজাবেথের সাথে সম্পর্কিত। প্রশ্ন হলো তাহলে জেমস ফার্স্ট কে?
আসুন জেনে নেই৷
James I হলো এলিজাবেথের বাবা Henry VIII এর বোনের গ্রান্ড চাইল্ড। অর্থাৎ হেনরি- ৮ এর বোন ছিলেন Margerate tutor ,যিনি বিয়ে করেছিলেন James IV কে। তাদের সন্তান হলো James V এবং James V এর সন্তান James VI যিনিই ইংল্যান্ডের James I নামে পরিচিত। যিনি একই সাথে Scotland and England রুলিং করেছেন। ১৫৬৭-১৬২৫ সাল পর্যন্ত স্কটল্যান্ড শাসন করেছেন এবং ১৬০৩-১৬২৫ পর্যন্ত ইংল্যান্ড শাসন করেন।
নামকরণ ঃ
অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে, রাণী এলিজাবেথ এর নামানুসারে তার যুগের নামকরণ করা হয়েছিলো তাহলে এই যুগের নামও কি জেমস এর নামানুসারে করা হয়েছে?
হে আসলেই তাই কিন্তু তাহলে তো জেমসিয়ান নামকরণ করার কথা?
Latin ভাষায় জেমসকে জ্যাকব বলা হয়।
তাই এ যুগের নাম জ্যাকোবিয়ান।
@Bonfire treason:
এটি ছিলো রাজা জেমস ফার্স্ট কে মেরে ফেলার একটি ষড়যন্ত্র যা সফল হয়নি পরিশেষে।
৫ ই নভেম্বর ১৬০৫, কিছু ক্যাথলিক রাজাকে গানপাউডার এর মাধ্যমে মেরে ফেলার ষড়যন্ত্রে লিপ্ত হয়, ভাগ্যক্রমে রাজার ঘনিষ্ঠ কেউ জেনে গিয়েছিল এবং রাজাও বেচে গিয়েছিল। এই নভেম্বর নিয়েই একটি রাইম রচিত হয় “remember, remember 5th November.
@Literature :
এ যুগের সাহিত্যকে তিন ভাগে বিভক্ত করা যায় ঃ
_Poetry
_drama
_essay
Poetry:
বহুল আলোচিত মেটাফিজিকাল কবিতার উদ্ভব এই যুগে। John Donne যিনি এই টার্মসের উদ্ভাবক এবং পরবর্তীতে অনেক কবিরা তাকে ফলো করে কবিতা লেখা শুরু করেন।
পরবর্তীতে Samuel Johnson তাদের মেটাফিজিকাল কবি হিসেবে নামকরণ করেন।
উল্লেখযোগ্য Metaphysical poems :
The Good morrow
Sun rising
The Canonization
To batter my heart
Death be not proud
All of them were written by John Donne.
Drama :
এ যুগের ড্রামার সংখ্যা অসংখ্য যা সামারাইজ করা কঠিন বিষয় তাও আমি কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করছি। Jacobean drama ছিলো এলিজাবেথিয়ান ড্রামার থেকে ভিন্ন রকম, থিম এবং subject matter অনুসারে।
এলিজাবেথিয়ান ড্রামার থিম এবং subject matter ছিল king, queene and aristocratic people কিন্তু Jacobean drama ছিলো বাস্তব ভিক্তিক এবং তাদের সমসাময়িক সমস্যা নিয়ে রচিত।
মূলত তিন ধরনের ড্রামা লেখা হয়েছিল এ যুগে ঃ
Tragedies
Revenge tragedies
City comedies.
@Most prominent dramas:
White devil
Duchess of Malfi(revenge tragedy)
volpone
Essays :
prose /essay কথাটা উচ্চারণ করতেই যার নাম চলে আসে তার অবদান এ যুগে। ফ্রান্সিস বেকনের উল্লেখযোগ্য essays এর একটি ভলিউম এ যুগে প্রকাশিত হয়েছিল।ফ্রান্সিস বেকন,যার অবদান সম্পর্কে কমবেশি সবারই জানা স্বল্প সময়ে তার লেখা গুলো আয়ত্ব করা কঠিন।এছাড়াও অন্য কয়েকজন prose writer ছিল এ যুগে।
তার লেখা Advancement of learning খুবই বিখ্যাত ছিলো।
এছাড়াও এ যুগের উল্লেখযোগ্য একটি প্রাপ্তি ছিলো English translation of Bible,which was called king James Bible.It was published in 1611(most prominent prose work in jacobean period)
@some common questions:
_Discuss about the characteristics of jacobean drama..
_Evaluate the contribution of Bacon in essays.
-what is metaphysical poem?
Write the contribution of metaphysical poet in English literature.
_Discuss Bacon as an essayist.
_what is revenge tragedy?
Discuss duchess of Malfi as a revenge tragedy.
*Try to know about all the essays of Bacon.